১।
যাঁদের নাম মুক্তিবার্তায়
চূড়ান্ত তালিকায় (মুক্তিবার্তা লাল বই)
অন্তর্ভুক্ত আছে (সবুজ তালিকা
গ্রহণযোগ্য নয়) (প্রযোজ্য ক্ষেত্রে)।
অথবা
২।
যাঁদের নাম ভারতীয়
তালিকায় অন্তর্ভুক্ত আছে (প্রযোজ্য
ক্ষেত্রে)।
অথবা
৩।
মাননীয় প্রধান
মন্ত্রী কর্তৃক প্রতিস্বাক্ষরিত বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ হতে সনদ ধারী
মুক্তিযোদ্ধাগণ (প্রযোজ্য
ক্ষেত্রে)।
এবং
৪।
মুক্তিযুদ্ধ বিষয়ক
মন্ত্রণালয় হতে যাঁদের নামে মুক্তিযোদ্ধা সাময়িক সনদ পত্র ইস্যু করা
হয়েছে এবং যাঁদের নামে এ মন্ত্রণালয় কর্তৃক গেজেট প্রকাশ করা হয়েছে
(তবে
এক্ষেত্রে সাময়িক সনদপত্রধারীদের অবশ্যই গেজেট থাকতে হবে এবং গেজেটের নাম,
ঠিকানার সাথে সাময়িক সনদের মিল
থাকতে হবে)। এবং
৫।
অন্যান্য
সংশ্লিষ্ট কাগজপত্র / প্রমাণাদি (প্রযোজ্য
ক্ষেত্রে)।
|